‘যে কোনো দেশের সঙ্গে ‘একচীন নীতি’তে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক বেইজিং’
2023-03-16 19:05:14


 

মার্চ ১৬: হন্ডুরাসসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একচীন নীতিতে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক চীন। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

 

ওয়াং ওয়েন বিন বলেন, একচীন নীতি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি ও পূর্বশর্ত। সাম্প্রতিক বছরগুলোতে পানামা, এল সালভাদর, ডমিনিকা ও নিকারাগুয়াসহ নানা দেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করেছে। তাদের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সহযোগিতার দ্রুত উন্নয়ন হয়েছে। তা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের জনগণের জন্যও বাস্তব কল্যাণ সৃষ্টি করেছে।

 

(রুবি/এনাম/শিশির)