‘ইরান-সৌদি আরব সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ইয়েমেন পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে’
2023-03-16 14:35:49

মার্চ ১৬: গতকাল (বুধবার) জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং নিরাপত্তা পরিষদের ইয়েমেনবিষয়ক এক উন্মুক্ত সভায় বলেন, সৌদি আরব ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আয়োজিত বেইজিং-সংলাপে অর্জিত ফলাফল, ইয়েমেন পরিস্থিতি উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশা করেন।  

কেং শুয়াং বলেন, ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি এখনও দুর্বল। চীন বিভিন্ন পক্ষকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে এবং  পারস্পরিক আস্থা বিনষ্টকারী আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানায়। এ ছাড়া, আন্তর্জাতিক সমাজ ইয়েমেনের জন্য মানবিক ও উন্নয়ন বরাদ্দ বাড়াবে এবং দেশটিতে জাতিসংঘের কার্যক্রমের জন্য যথেষ্ঠ অর্থের নিশ্চয়তা দেবে বলেও বেইজিং আশা করে।

তিনি আরও বলেন, সংলাপ ও আলোচনা ইয়েমেন সমস্যা সমাধানের একমাত্র বাস্তব পথ। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানায়। (প্রেমা/আলিম/ছাই)