‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ হলো গণতন্ত্রের বিরোধিতা: চীনা মুখপাত্র
2023-03-15 18:59:01

মার্চ ১৫: আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, মার্চ মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’র মানে হলো গণতন্ত্রের বিরোধিতা করা।

 

তিনি বলেন, এক বছর আগে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অজুহাতে এ সম্মেলন আয়োজন করে বিশ্বে বিভাজন সৃষ্টির জন্য প্রকাশ্যে আদর্শিক লাইন এঁকেছে, যা গণতন্ত্রের চেতনাকে অপবিত্র এবং পদদলিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের ‘মিথ্যা গণতন্ত্র এবং প্রকৃত আধিপত্যের’ সারমর্মকে সম্পূর্ণরূপে উন্মোচিত এবং অনেক দেশের সমালোচনা ও বিরোধিতা অর্জন করেছে।

 

চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের কিছু লোক নিজেদেরকে গণতন্ত্রের ‘আলোকবর্তিকা’ হিসেবে দাবি করে, কিন্তু আমেরিকান গণতন্ত্র কতটা ভালো? আমেরিকান জনগণ যা বলে - তা শোনা উচিত এবং বিশ্বের জনগণ যা বলে তাও শোনা উচিত।

 

তিনি আরও বলেন, পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপ অনুসারে, আমেরিকানদের মাত্র এক-পঞ্চমাংশ মার্কিন ফেডারেল সরকারকে বিশ্বাস করে, যা ইতিহাসে সর্বনিম্ন। আমেরিকান গণতন্ত্রকে মার্কিনীরাও বিশ্বাস করে না, তাহলে অন্য দেশের গণতন্ত্রের সমালোচনা করার যোগ্যতা কি তাদের আছে?

লিলি/এনাম/রুবি