‘জিজ্ঞাসা’
2023-03-15 15:51:35

চিয়ান হুং ই, ১৯৮৬ সালের ৬ অক্টোবর চীনের হু নান প্রদেশের ছাং দ্য শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার।

২০০৪ সালে চিয়ান হুং ই আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে পা রাখেন। ২০০৫ সালে তিনি ‘বেন’ নামে সঙ্গীতব্যান্ড গঠন করেন। ২০১৩ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘বাড়ির কথা খুব মিস করি’ প্রকাশিত হয়। ২০১৫ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘মিস্টার গাছ’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন চিয়ান হুং ই’র গান ‘জিজ্ঞাসা’। গানের কথাগুলো এমন: কে তোমাকে মুগ্ধ করে, কে তোমাকে মর্মাহত করে। কে তোমার স্বপ্নকে গুরুত্ব দেয়, কে তোমার মনটা বোঝে। যদি মেয়ে, সবসময় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে, যৌবন দ্বিধা না করে, সে কি সত্যিই হৃদয় দিতে পারে। ও মেয়ে- বেশি জিজ্ঞাসা করা ঠিক না, মেয়ে কি সবসময় সরল সহজ হতে পারে? তার প্রিয় মানুষের জন্য। তবে মেয়ে সবসময় প্রেমে আটকে পড়ে। সবসময় প্রেমের কারণে মর্মাহত হয়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চিয়ান হুং ই’র কণ্ঠে ‘নীরব’ গানটি। গানের কথাগুলো এমন: একটি মাছে পরিণত হই, ঢেউ-এর সঙ্গে ভ্রমণ করি। তরুণ বয়সে যে প্রতিশ্রুতি দিয়েছি, এখন নীরবে সমুদ্রে ডুবে গেছে। তোমাকে হারিয়েছি, কেন প্রেম মানুষকে এত কষ্ট দেয়। তোমাকে হারিয়েছি, আমি তোমাকে হারিয়েছি। প্রেমের এই মামলায় আমি পরাজিত হয়েছি। ছেড়ে দিতে চাই না, পালিয়ে যেতে পারি না। তুমি আমার ভাগ্য।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চিয়ান হুং ই’র গান ‘প্রেমের গান’। গানের কথাগুলো এমন: যৌবনের নদীর উচ্চ অববাহিকায় সাদা মেঘ ও স্বাধীন পাখি থাকে। মনের সেই চিন্তা, গোপনে হারিয়ে যায়। প্রেম দু’জনকে নীরব করতে পারে। আমি পুরো দুনিয়া দিয়ে প্রেমের প্রতীকের বিনিময় করি। স্মৃতি যেন আটকে পড়া পশুর মত, সময় দীর্ঘ হয়ে আস্তে আস্তে স্নেহশীল হয়। আমরা বিদায়ের কনসার্ট ঠিক করেছি, বিদায়ের কথা বলবো না, তুমি আমার প্রথম গানটি রচনা করেছো। তারপর কি হবে?

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই চিয়ান ই হুং-এর আরেকটি গান, গানের নাম ‘অনেক বেশি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।