চীনের সঙ্গে আরও বাণিজ্যিক সহযোগিতা চান নেপালের প্রধানমন্ত্রী
2023-03-15 16:02:03

মার্চ ১৫: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড বলেছেন, তিনি চীনের সাথে বাণিজ্যিক সহযোগিতা জোরদারের এবং নেপালের উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করতে আরও বেশি চীনা বিনিয়োগ প্রত্যাশা করছেন।

 

কাঠমান্ডুতে চীন-নেপাল বিনিয়োগ এবং আর্থ-বাণিজ্য ফোরাম-২০২৩-এ যোগদানের সময় তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, চীন নেপালের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নেপালে সরাসরি বিদেশী বিনিয়োগের বৃহত্তম উৎস দেশ। নেপাল বিশ্বাস করে যে চীনের অর্থনৈতিক উন্নয়নে অর্জিত সাফল্য নেপালকে আরও বেশি সুযোগ দেবে এবং চীনের সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ নেপালের উন্নয়ন ও সমৃদ্ধিতে সাহায্য করবে।

 

তিনি বলেন, চীনা নাগরিকদের পর্যটন পুনরায় শুরু করার জন্য নেপালকে একটি গন্তব্যস্থান হিসেবে অন্তর্ভুক্ত করেছে  চীন। তাতে চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী প্রচণ্ড।

 

তিনি বলেন, নেপালের পর্যটন শিল্প মহামারীতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চীনের এই পদক্ষেপ নেপালের পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

প্রধানমন্ত্রী প্রচণ্ড বলেন, নেপাল এক-চীন নীতি মেনে চলে এবং নেপালের ভূখণ্ড ব্যবহার করে চীন-বিরোধী কার্যকলাপ চালানোর অনুমোদন না-দেওয়া হলো নেপালের বরাবরের নীতি।

 

 লিলি/এনাম/রুবি