‘প্রত্যেক মানুষ পারে’
2023-03-15 15:50:03

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ শেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ফাং তা থুং, ১৯৮৩ সালের ১৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন সুরকার এবং প্রযোজক।

১৯৯৮ সাল থেকে তিনি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে বসবাস করছেন। ২০০৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘সোলবুক’ বাজারে আসে। ২০০৭ সালে তাঁর অ্যালবাম ভবিষ্যত্ প্রকাশিত হয়। ২০১২ সালে তিনি ‘ভবিষ্যতে ফিরে যাই’ নামের অ্যালবাম প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন ফাং তা থুং-এর গান ‘প্রত্যেক মানুষ পারে’। গানের কথাগুলো এমন: প্রেম হলো দু’জনের বিষয়। যেন দু’জনের এক বোতল পানি। সবই ঠিক আছে। প্রেম হল একশ’টি গোলাপ ফুল দেওয়া।  সবুজ ঘাসের মধ্যে সুন্দর ফুলও হয়। এই পৃথিবীর ঘাসে পানি লাগে। মনের বাগানে ফুল সবসময় ফোটে। সবচেয়ে মিষ্টি, সবচেয়ে ভালো স্বাদ, পৃথিবীতে ছড়িয়ে দেই। কোন জিনিস প্রেমের চেয়ে সুন্দর হতে পারে! প্রেমের সৌন্দর্য, প্রত্যেক মানুষ পারে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

বন্ধুরা, এখন শুনুন ফাং তা থুং-এর কণ্ঠে ‘বিশেষ মানুষ’ নামের গানটি। গানের কথাগুলো এমন: জীবনের ওঠা-নামাকে স্বীকৃতি দিতে হয়, একজনকে বুঝতে সহ্য করতে হয়। আকস্মিক ঘটনার পর সেই প্রেম বোঝা যায়। ভবিষ্যতে আমরা একসাথে কাটাবো। আমরা পরস্পরের বিশেষ মানুষ। পরস্পরের জন্য সবকিছু ত্যাগ করতে পারি। যদি এক দিন, একজনকে ভালোবাসি, সেই সময়, প্রতিটি মুহূর্ত যেন ফিরে যায়। জীবনের সব সম্ভাবনা রয়েছে, তুমিই আমার সঠিক মানুষ, তুমিই ঠিক আমার মনের মানুষ।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ফাং তা থুং-এর গান ‘স্পষ্ট’। গানের কথায় বলা হয়, সে তোমাকে যে জিনিস দেয়, তা কি সত্যি ভালো? পিছনের লক্ষ্য বুঝতে হয়, এত সরল হলে চলে? ভবিষ্যত্ কেমন হবে, তা নির্ভর করে আমার চাহিদার ওপরে। এই বিষয় স্পষ্ট করতে হয়, তা যেন উপগ্রহের চোখের গাড়ি, অনেক স্পষ্ট, তা যেন ফুলের মধ্যে মৌমাছি, তা যেন গভীর পাহাড়ের লণ্ঠন। সুস্পষ্টভাবে তা বুঝতে হয়।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই ফাং তা থুং-এর আরেকটি সুন্দর গান, গানের নাম ‘স্মৃতি’ আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ শেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)