চীনা শৈলীর আধুনিকায়ন সম্পর্কিত টিভি ফোরাম অনুষ্ঠিত
2023-03-15 16:25:08

মার্চ ১৫: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রতিষ্ঠান সিজিটিএন  গতকাল (মঙ্গলবার) টিভিতে ‘চীনা শৈলীর আধুনিকায়ন এবং বিশ্ব: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে নতুন ধারণা’ শীর্ষক ফোরাম আয়োজন করেছে।

 

বৃটেন এবং গ্রীসের অর্থনৈতিক মহলের বিশেষজ্ঞগণ এবং চীনা পণ্ডিতরা ‘চীনা শৈলীর আধুনিকায়নের যুগের বৈশিষ্ট্য’, ‘চীনা শৈলীর আধুনিকায়নের স্বতন্ত্র বৈশিষ্ট্য’, ‘সবুজ, শান্তিপূর্ণ এবং উদ্ভাবনের মাধ্যমে সকলের অভিন্ন সমৃদ্ধি এবং উচ্চমানের উন্নয়ন’ এবং ‘চীনা শৈলীর আধুনিকায়ন কীভাবে বিশ্বকে অভিজ্ঞতা প্রদান করতে পারে’ সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

 

চীনা এবং বিদেশী পণ্ডিতরা মনে করেন, চীনা শৈলীর আধুনিকায়ন মানব সভ্যতার একটি নতুন রূপ দেখায়। পশ্চিমা আধুনিকায়ন থেকে ভিন্ন একটি নতুন উন্নয়ন মডেল উপস্থাপন করে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিকায়নের পথ ও বাছাই প্রসারিত করেছে। চীনের উন্নয়ন বিশ্বের জন্য আস্থা ও সুযোগ এনে দেবে বলে তারা মনে করেন।

 

বৃটেনের লন্ডন ইকোনমিক অ্যান্ড বিজনেস পলিসি এজেন্সির প্রাক্তন পরিচালক জোন রোস মনে করেন, ২০২৩ সালে চীনের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হবে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান শক্তি হয়ে উঠবে। চীন কোনো দেশের জন্য হুমকি নয়। চীনের উন্নয়নের মডেল অত্যন্ত সফল।

 

মার্কিন ব্যাংকিং খাতের সংকট সম্পর্কে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের তুলনায় চীন সরকার শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা জারি করেছে এবং সংকট মোকাবিলার শক্তিশালী সক্ষমতা প্রদর্শন করেছে। মার্কিন ব্যাংকিং শিল্পে মৌলিক সমস্যা রয়েছে, যা মার্কিন ব্যাংকিং তত্ত্বাবধানে বিশাল ত্রুটি এবং মার্কিন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ভুলগুলো উন্মোচিত করেছে।

 

গ্রীক-চীনা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আফরোদিটে এ ব্লেতাস মনে করেন, চীনা শৈলীর আধুনিকায়নের সফলতা চীন সরকারের উন্নয়নের স্পষ্ট নীতিকে ভিত্তি করে অর্জন করা যায়। শুধু তাই নয়, চীনের ৫ হাজারেরও বেশি ইতিহাস ও সংস্কৃতি এবং চীনা জনগণের মহান সৃজনশীলতার ওপর ভিত্তি করেও অর্জন করা যায়। চীন গ্রীসের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য থেকে উপকৃত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রীস চীনের সঙ্গে বাণিজ্য ও বিজ্ঞান-প্রযুক্তির বিনিময়ে উপকৃত হয়েছে।

 

লিলি/এনাম/রুবি