গত দু’মাসে ভোগের চাহিদা বেড়েছে চীনে
2023-03-15 16:42:55

মার্চ ১৫: আজ (বুধবার) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিং হুই জানিয়েছেন, চলতি বছরের প্রথম দু’মাসে সামাজিক ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩.৫ শতাংশ বেশি ছিল। তা প্রমাণ করেছে যে চীনের ভোক্তা বাজারে চাহিদা বাড়ছে।

 

তিনি বলেন, বাজার থেকে মহামারির প্রভাব দূর হবার পাশাপাশি চীনের বসন্ত উৎসবের কারণে পর্যটন ও সংস্কৃতি, বিনোদনসহ নানা ক্ষেত্রে ভোগের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বসন্ত উৎসব চলাকালে যাত্রী চলাচলের পরিমাণ ছিল ৭১.২ শতাংশ বেশি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ক্যাটারিং খাতের আয় গত বছরের একই সময়ের তুলনায় ৯.২ শতাংশ বেশি ছিল।

 

তিনি আরও বলেন, খাদ্য, তেল ও অন্যান্য খাবার, সোনা ও রূপার ও গয়নার খুচরা বিক্রির পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথম দু’মাসে  ডিপার্টমেন্টাল স্টোর ও অনলাইন বিক্রির পরিমাণ যথাক্রমে ২০২২ সালের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ ও ৫.৩ শতাংশ বেশি ছিল। (শিশির/এনাম/রুবি)