পরিষেবা বাণিজ্যের ডিজিটাইজেশন তরান্বিত করবে চীন
2023-03-15 19:16:26

 

মার্চ ১৫: দ্বাদশ চায়না ইন্টারন্যাশনাল সার্ভিস আউটসোর্সিং ট্রেড এক্সপো (সার্ভিস এক্সপো) সংক্রান্ত এক প্রেস ব্রিফিং আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিষেবা বাণিজ্য ও পরিষেবা বিভাগের উপ-মহাপরিচালক চু কুয়াং ইয়াও বলেছেন, আউটসোর্সিং রূপান্তর এবং আপগ্রেডিং ব্যবস্থা বেগবান করতে হবে এবং আউটসোর্সিং শিল্পোন্নয়নের মান ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা সুসংবদ্ধ করতে হবে।

 

তিনি বলেন, চীনের বাণিজ্য মন্ত্রণালয় পরিষেবা বাণিজ্য মেলা ও ডিজিটাল বাণিজ্য মেলা এবং পরিষেবা এক্সপোসহ নানা প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগিয়ে দেশজুড়ে গণপরিষেবা প্ল্যাটফর্ম গঠন করবে। 

 

তিনি আরও বলেন, মন্ত্রণালয় অব্যাহতভাবে বিভিন্ন ধরণের সমর্থক নীতি ও ব্যবস্থা গ্রহণ করবে। পরিষেবা আউটসোর্সিং শিল্পপ্রতিষ্ঠানকে গবেষণা ও উদ্ভাবনে সমর্থন দিয়ে যাবে, যাতে তাদের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা ও আন্তর্জাতিকায়নের মান উন্নত করা যায়।

 

(রুবি/এনাম/শিশির)