দেশের কৃষি খাতের উন্নয়ন নিয়ে প্রেসিডেন্ট সি’র নিবন্ধ প্রকাশিত হবে কাল
2023-03-15 19:15:30


মার্চ ১৫: আগামীকাল (বৃহস্পতিবার) চীনের ছিউ শি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিং’র ‘দেশের কৃষি খাতের উন্নয়ন এবং কৃষি ও গ্রামের আধুনিকায়ন বেগবান’ শীর্ষক একটি নিবন্ধ।

 

নিবন্ধে বলা হয়েছে, কৃষিতে শক্তিশালী দেশ গঠনের লক্ষ্যকে কেন্দ্র করে কৃষি ও গ্রামের কাজ এগিয়ে নেওয়া এবং সার্বিকভাবে গ্রামীণ পুনরুজ্জীবন করা উচিত। ২০৩৫ সালের মধ্যে কৃষির আধুনিকায়ন বাস্তবায়ন এবং চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে দেশের কৃষি খাতকে শক্তিশালী করা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশে পরিণত করার কৌশলগত উদ্যোগ। দেশকে শক্তিশালী করতে চাইলে কৃষিকে শক্তিশালী করতে হবে। কৃষি শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। কৃষির আধুনিকায়ন না হলে আধুনিক দেশের কথা আসবে না।

 

নিবন্ধে আরও বলা হয়েছে, কৃষি ও গ্রামের আধুনিকায়ন না হলে সমাজতান্ত্রিক আধুনিকায়ন সম্পূর্ণ হবে না। তাই দেশের কৃষিকে শক্তিশালী করে সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী দেশে পরিণত করার কাজে গুরুত্বপূর্ণ অবস্থান রাখা প্রয়োজন।

 

 

 

তাতে বলা হয়, শক্তিশালী কৃষি খাত এবং কৃষির আধুনিকায়ন বাস্তবায়ন করার জন্য পাঁচটি উদ্যোগ রয়েছে। আর তা হলো: এক, নিজের শক্তি দিয়ে নিজের খাবারের বাটি ধরে রাখতে হবে। দুই, দ্বি-স্তর ব্যবস্থাপনার মাধ্যমে কৃষির উন্নয়ন করা। তিন, নিম্ন কার্বন কৃষির উন্নয়ন করা। চার, কৃষি সভ্যতা ধারণ করা, এবং পাঁচ, অভিন্ন সমৃদ্ধি লাভ করা।

 

(রুবি/এনাম/শিশির)