সংবিধান মেনে দায়িত্ব পালনের নির্দেশ এনপিসি চেয়ারম্যানের
2023-03-15 19:14:40

মার্চ ১৫: আজ (বুধবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন কমিটির চেয়ারম্যান চাও ল্য চি।

 

অধিবেশনে তিনি বলেন, সকল সদস্যের উচিত সার্বিকভাবে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনা আয়ত্ত ও বাস্তবায়ন করা। সংবিধান অনুযায়ী, নিজের দায়িত্ব পালন করা, যাতে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের নির্ধারিত কৌশলগত উদ্যোগ বাস্তবায়ন এবং চীনা জাতির মহান পুনরুত্থান বেগবানে নিজের অবদান রাখা যায়।

 

চাও ল্য চি বলেন, এনপিসি হলো সিপিসি’র নেতৃত্বে দেশ পরিচালনাকারী গুরুত্বপূর্ণ সংস্থা। তাই সিপিসি’র সার্বিক নেতৃত্বে অবিচল থাকতে হবে এবং এনপিসিকে পার্টি ও দেশের কার্যক্রম কাজ চালিয়ে যেতে হবে ।

 

তিনি আরও বলেন, এবারের এনপিসির স্থায়ী কমিটির মেয়াদ পাঁচ বছর। বর্তমানে সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের সূচনার সন্ধিক্ষণে রয়েছে এনপিসি। তাই চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নে নিজের দায়িত্ব পালন করে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত।

 

(রুবি/এনাম/শিশির)