অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সামরিক জোটের তীব্র সমালোচনায় চীন
2023-03-15 11:02:13

মার্চ ১৫: ইন্দো-প্যাসিফিকে যৌথ সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত, অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সামরিক জোট (এইউকেইউএস)-এর তীব্র সমালোচনা করেছে চীন।  গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এই তিন দেশ নিজেদের ভোগৌলিক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, আন্তর্জাতিক সমাজের উদ্বেগকে উপেক্ষা করে বিপজ্জনক পথে হাঁটছে ও অনেকদূর এগিয়ে গেছে।

মুখপাত্র ওয়াং বলেন, এই জোট পারমাণবিক সাবমেরিন ও অন্যান্য উন্নত সামরিক প্রযুক্তি খাতে সহযোগিতার কথা বলছে, যা ঠাণ্ডাযুদ্ধের মানসিকতার বহিঃপ্রকাশ। এতে অস্ত্র-প্রতিযোগিতা উত্সাহিত হবে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক প্রচেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এর ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও নষ্ট হবে।

তিনি আরও বলেন, তিন দেশের এ সহযোগিতার আওতায় পারমাণবিক অস্ত্রধারী দেশ, পারমাণবিক অস্ত্রের অধিকারী নয়—এমন দেশে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করবে, যা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াবে। অথচ এ তিনটি দেশই ‘পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তি’-র স্বাক্ষরকারী। তাদের আচরণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। বেইজিং এর তীব্র সমালোচনা করে।

মুখপাত্র আরও বলেন, এই তিন দেশকে আন্তর্জাতিক সমাজ ও সংশ্লিষ্ট দেশগুলোর উদ্বেগকে বিবেচনায় নিয়ে, ঠাণ্ডাযুদ্ধের মানসিক ত্যাগ করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর আচরণ থেকে বিরত থাকতে চীন তাগিদ দেয়। (সুবর্ণা/আলিম/রুবি)