যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে শিশু নিহত
2023-03-15 10:37:23

মার্চ ১৫: স্থঅনীয় সময় গত রোববার সন্ধ্যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে, তিন বছরের একটি শিশু বাসায় লোডকৃত একটি বন্দুক নিয়ে খেলার সময়, একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি তার নিজের ৪ বছরের বড় বোনকে আঘাত হানলে, সে ঘটনাস্থলে নিহত হয়। 

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের কলোরাডোসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বন্দুক-সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত এবং ৫২ জন আহত হয়।

এদিকে, মার্কিন ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ১৩ মার্চ পর্যন্ত, যুক্তরাষ্ট্রের ৩২৫ জন ১৭ বছর বা তারচেয়ে কম বয়সী শিশু-কিশোর বন্দুক-সহিংসতায় প্রাণ হারিয়েছে; আহত হয়েছে আরও ৮১২ জন। (প্রেমা/আলিম/ছাই)