মার্চ ১৫: গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে, যা উদ্বেগজনক। সংশ্লিষ্ট পক্ষগুলো কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট থাকবে বলে বেইজিং আশা করে। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
চীনা মুখপাত্র ওয়াং বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি অনেক জটিল ও উত্তেজনাপূর্ণ। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সংযমের পরিচয় দেওয়া এবং এতদঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া। কিন্তু বাস্তবে উল্টো আচরণই দেখা যাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চলবে ২৩ মার্চ পর্যন্ত। ‘উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি প্রতিরোধ করা’-ই এবারের মহড়ার মূল লক্ষ্য বলে প্রচার করা হচ্ছে। উত্তর কোরিয়া বরাবরই দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিপক্ষে। (সুবর্ণা/আলিম/রুবি)