থাং ছাও
2023-03-15 11:16:02

থাং ছাও এর আগের নাম ছিল থাং ছাও চুন। তিনি ১৯৮০ সালের ২৯ মে চীনের হেলোংচিয়াং প্রদেশের দাছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি শেন ইয়াং কনসারভেটরি অব মিউজিক থেকে স্নাতক হন। তিনি হচ্ছেন চীনের মূল-ভূভাগের একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং অভিনেতা।

 

ছোটবেলা থেকে থাং ছাও সঙ্গীত পছন্দ করেন। ১৯৯৮ সালে চলচ্চিত্র সঙ্গীত তৈরি শিখতে তিনি জাপানে গিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি শেন ইয়াং শহরের একটি শিল্পদলে কাজ করেন। কিন্তু খুব অল্প সময় পর তিনি তা থেকে পদত্যাগ করে বেইজিংয়ে চলে যান। ২০০০ সালে তিনি দাছিং শহরের বসন্ত উৎসব গালার জন্য থিম-সং সৃষ্টি করেন। ২০০২ সালে তিনি দাছিং শহরের শিক্ষক দিবস গালার জন্যও গান সৃষ্টি করেন।

কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা থাং ছাওয়ের প্রথম অ্যালবাম থেকে নেয়া। ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর তিনি “লিসা” নামক অ্যালবাম প্রকাশ করেন। “আমি ভুল মহিলাকে ভালবাসি” সহ অ্যালবামে মোট দশটি গান অন্তর্ভুক্ত হয়। তিনি অ্যালবামটি প্রকাশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০০৬ সালের জানুয়ারিতে তিনি তাঁর দ্বিতীয় অ্যালবাম “নেকড়ে ভেড়ার প্রেমে পড়েছিল” প্রকাশ করেন। এতে মোট ১২টি গান অন্তর্ভুক্ত হয়। ২০০৮ সালের ১৪ মার্চ তিনি তৃতীয় অ্যালবাম “নেকড়ে-২” প্রকাশ করেন। এতে মোট ১৫টি গান অন্তর্ভুক্ত হয়। একই বছরের ডিসেম্বর মাসে তিনি একক গান “ভালো পুরুষ” প্রকাশ করেন। 

 

২০০৯ সালের জানুয়ারি মাসে থাং ছাও বেনশান মিডিয়ায় যোগ দেন। এপ্রিল মাসে তিনি বেনশান মিডিয়ার অন্য একজন সদস্য বিখ্যাত অভিনেতা শিয়াও শেন ইয়াংয়ের সঙ্গে একটি যৌথ গান করেন। গানের নাম “সুন্দর হয়েছে”। গানটি খুবই জনপ্রিয় ছিল। 

২০১১ সালের মার্চ মাসে থাং ছাও তাঁর একক গান “নিজেকে নিরাময় করি” প্রকাশ করেন।  আমার জন্য বানানো ভাগ্যবান ব্রেসলেট এখনও আমার বাম হাতে রয়েছে। তোমার রেখে দেয়া ছবি এখনও আমার মাথার উপরে ঝোলানো আছে। সড়কের কোণায় কফির দোকানে তোমার প্রতিশ্রুতি এখনও আছে। কিন্তু এখন তুমি আমাকে ছেড়ে অন্য একজনের কাছে গিয়েছ। আমি শুধু নিজেকে নিরাময় করি, ভালোবাসার প্রতি পাগলামি, তোমার মিথ্যা কথা, আজ রাতের একাকীত্ব এবং প্রেমের প্রতি হতাশা প্রতিকার করতে হয়। একটু দুঃখ লাগে, তাইনা?

 

২০১৪ সালের মার্চ মাসে থাং ছাও তাঁর একক মূল গান “আমার ভাই” প্রকাশ করেন। গানটি পাশাপাশি টিভি নাটক “পুরনো সৈন্য”-এর থিম-সং। গানটি প্রকাশিত হবার দিন ইন্টারনেটে লক্ষ লক্ষ হিট পায়। থাং ছাও শুধু গানটি গাননি, বরং গানটির লিরিক্স ও সঙ্গীতও সৃষ্টি করেছেন। ভাইকে মিস করার পদ্ধতি গানটির বৈশিষ্ট্যে পরিণত হয়। গানটি হালকা দুঃখজনক, কিন্তু ভাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবেগপ্রবণ লড়াইয়ের মনোভাবও আছে। গানটি ২০১৪ সালে সঙ্গীত জগতে ভাই-ভাই ভাবাবেগ বর্ণনা প্রথম ইতিবাচক গানে পরিণত হয়। 

আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি থাং ছাওয়ের আরও দু’টো একক গান আপনাদেরকে শোনাবো। গানের নাম “পুরুষের গান” এবং “উহান ভালোবাসা”। যা যথাক্রমে ২০১৯ সালের অগাস্ট এবং ২০২০ সালের মে মাসে প্রকাশিত হয়। 

 

(প্রেমা/এনাম)