সঙ্গীতদল ‘ইস্কেপ প্ল্যান’
2023-03-14 10:51:10

‘ইস্কেপ প্ল্যান’ চীনের মূল-ভূভাগের একটি সঙ্গীতদল। প্রধান গায়ক মাও ছুয়ান, গিটারিস্ট মা শিয়াওতোং, ব্যাস বাদক গাং আং, কীবোর্ডিস্ট ছুই রুই এবং ড্রামার ওয়াং ফেইফানকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের এ দল।

২০০৪ সালের শেষ নাগাদ সঙ্গীতদলের পূর্বসূরি ময়ূর সঙ্গীতদল প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালের এপ্রিল মাসে সঙ্গীতদলটি সারা দেশের একটি সঙ্গীতদল প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান লাভ করে। তখন থেকে তারা সঙ্গীত যাত্রা শুরু করেন। ২০০৮ সালে সঙ্গীতদলের গান “২০০৮ সালে আমরা বিয়ে করি” সে বছরের মিডি ফেস্টিভ্যালের প্রচারমূলক ভিডিও’র থিম-সং হিসেবে ব্যবহৃত হয়।

 

২০০৮ সালের জানুয়ারি মাসে সঙ্গীতদলকে মাও লাইভহাউস আয়োজিত সেরা নতুন শক্তির মনোনয়ন করা হয়। অগাস্ট মাসে তারা প্রথম ইপি “টেক মি এওয়ে” প্রকাশ করে। সেপ্টেম্বরে ‘ইস্কেপ প্ল্যান’ মিডি ফেস্টিভ্যালে “২০০৮ সালে আমরা বিয়ে করি” গানটি পরিবেশন করে। পয়লা নভেম্বর সঙ্গীতদল বেইজিং মাও লাইভহাউসে প্রথম বিশেষ পরিবেশনার আয়োজন করে। একই মাসের ৭ তারিখে তারা একটি রক সঙ্গীত উৎসবেও অংশ নেয়।

“পৃথিবী” হলো ইস্কেপ প্ল্যানের প্রথম অ্যালবাম। ২০১১ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত অ্যালবামে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। ২০১২ সালে অ্যালবামটি দিয়ে সঙ্গীতদল চতুর্থ চীনের রক মিডি পুরস্কারে “বছরের সেরা রক অ্যালবাম” পুরস্কার জিতে। অ্যালবামের প্রেরণা জীবন থেকে আসে। “পৃথিবী” অ্যালবামের শিরোনাম হিসেবে তারা বলতে চান: আমাদের জীবনে পরিবর্তন সব সময় হচ্ছে। সবকিছু স্পষ্টভাবে দেখতে না পারা আমরা আবিষ্কার করব যে এখনকার জীবন, চাকরি, পরিবার এবং পরিবেশ মনে হয় মানব জাতির জন্য যথাযথ উন্নত হয়নি। এতো বেশি প্রশ্ন ও সমস্যা আমাদের সম্মুখীন হচ্ছে। হৃদয়ের বিশ্ব ভয় ও কষ্টকর। এটা এই যুগের সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। 


ইস্কেপ প্ল্যানের “পৃথিবী” নামক অ্যালবামে ব্রিট-পপ প্রধান কাঠামো হিসেবে সঙ্গে সঙ্গে ইন্ডি পপ ও নিউ ওয়েভসহ বিভিন্ন উপাদান যোগ করা হয়। অ্যালবামে সঙ্গীতদলটির গত কয়েক বছরের সঙ্গীত তৈরির প্রক্রিয়ার অনেক অভিজ্ঞতা রেকর্ড করা হয়। অ্যালবামে জড়িত শব্দ যেমন, ভালোবাসা, সূর্য, জীবন, দুঃখ, বিয়ে, বিদায়, রসায়নবিদ্যা প্রায়ই জীবন ও অস্তিত্বের প্রত্যেক কোণার সঙ্গে সম্পর্কিত। 

(প্রেমা/এনাম)