মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তার জন্য সহায়ক চীন: তেহরান
2023-03-14 16:38:59

মার্চ ১৪: গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সাহায্য করেছে চীন।

 

ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে কানানি বলেন, ভালো উদ্দেশ্যে ইরান ও সৌদি প্রতিনিধিদলকে গ্রহণ ও দুই দেশকে তথ্য বিনিময়ে সহায়তা করেছে এবং দুই দেশের সফল সংলাপের একটি প্ল্যাটফর্ম দিয়েছে চীন। এ ক্ষেত্রে চীনের ভূমিকার প্রশংসা করেছে ইরান।

 

তিনি জোর দিয়ে বলেন, চীনের ভূমিকা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার এবং স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রত্যাশী সব দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় সহায়ক হবে।

লিলি/এনাম/রুবি