অবরোধ মোকাবিলার অভিজ্ঞতা বেলারুশের সঙ্গে শেয়ার করবে ইরান
2023-03-14 15:35:46

মার্চ ১৪: ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি গতকাল (সোমবার) তেহরান সফররত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেনকোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন।

 

ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরান ও বেলারুশ একতরফাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। স্বাধীন দেশের মধ্যে কার্যকর ও গঠনমূলক যোগাযোগ অবরোধ ব্যবস্থাকে মোকাবিলার কার্যকর উপায়। ইরান তার বন্ধু দেশ বেলারুশের সঙ্গে অবরোধ মোকাবিলার অভিজ্ঞতা শেয়ার করবে।

 

তিনি আরও বলেন, ইরান ও বেলারুশ শিল্প, প্রাকৃতিক খনি, বাণিজ্য ও কৃষিসহ নানা ক্ষেত্রে ধারাবাহিক চুক্তি স্বাক্ষর করেছে। আশা করা যায়, চুক্তিগুলোর বাস্তবায়ন দু’দেশের  সম্পর্ক জোরদার এবং স্বার্থ নিশ্চিত করবে।

 

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে বেলারুশ ও ইরানের অবস্থানে অনেক মিল রয়েছে। দু’পক্ষ একটি ন্যায্য ও বহুপক্ষীয় বিশ্ব চায়। (শিশির/এনাম/রুবি)