তিব্বত: ডেলিভারি শিল্পের উন্নয়ন
2023-03-14 10:51:17

মার্চ ১৪: তিব্বতের ‘রিখাচ্য’ শহরের একটি ডেলিভারি সংস্থার উপ-ব্যবস্থাপক ফু সিয়াংফু স্থানীয় ডাক শিল্প ও ডেলিভারি শিল্পের পরিবর্তনের সাক্ষী। ২০১৬ সালে তিনি যখন ছুংছিং থেকে ‘রিখাচ্য’ শহরে আসেন, তখন সেখানে বলতে গেলে ডেলিভারি শিল্পের অস্তিত্বই ছিল না। তিনি বলেন, ‘সেসময় স্থানীয় অধিবাসীদের ডেলিভারি শিল্প সম্পর্কে তোমন কোনো ধারণাই ছিল না। কীভাবে পণ্য বাইরে পাঠাবে এবং কীভাবে পণ্য বাইরে থেকে গ্রহণ করবে—এ সম্পর্কে কিছুই জানতো না তারা।’

কিন্তু এখন অবস্থার পরিবর্তন ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে, তিব্বতের ডাক ও ডেলিভারি শিল্পের দ্রুত উন্নয়ন ঘটে। বর্তমানে ‘রিখাচ্য’ শহরে ‘চুংথুং’ ডেলিভারি বিভাগে ২০ জনেরও বেশি কর্মী রয়েছেন। এখানে এসে জিনিস পাঠানো এবং গ্রহণ করা মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ডাক ব্যবস্থাপনা ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে তিব্বতে ১৭ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৯০০টির বেশি ডেলিভারি প্যাকেজ সরবরাহ করা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)