সোমবার চীনের বার্ষিক সর্বোচ্চ রাজনৈতিক কার্যক্রম দুই অধিবেশন অর্থাত্ জাতীয় গণ-কংগ্রেস এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন শেষ হয়েছে। সাংবাদিক হিসেবে আমি এবারের দুই অধিবেশনের খবর প্রচারে অংশ নিতে পেরেছি, এবং স্বচক্ষে দেখেছি ও অনুভব করেছি চীনের গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে কাজ করে, কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে সরকারি কর্তব্যে পরিণত করা যায়।
একটি দেশ গণতান্ত্রিক কি না, তা প্রধানত দেখতে হয়, জনগণের কথা ও দাবিগুলো কাজ করে কিনা- তার মাধ্যমে। চীনে ১৪০ কোটিরও বেশি মানুষ আছে। যা বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ। কিভাবে এত বিশাল জনসংখ্যার দেশের মানুষের ইচ্ছা প্রকাশ ও বাস্তবায়ন করা যায়। চীনের সার্বিক প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্র বা ‘whole-process people's democracy’ ব্যবস্থা এক্ষেত্রে খুব কার্যকর হয়েছে।
গণতান্ত্রিক নির্বাচনের উদাহরণ দেওয়া যাক। চীনের এনপিসি’র প্রতিনিধি নির্বাচন হল বিশ্বের বৃহত্তম আকারের গণতান্ত্রিক নির্বাচন। এর মেয়াদ পাঁচ বছর। দেশের ১০০ কোটিরও বেশি ভোটার একজন প্রতিনিধি নির্বাচনের জন্য একটি ভোট দেয়। সরকারিভাবে জেলা এবং গ্রাম পর্যায়ের এনপিসি প্রতিনিধি নির্বাচন করে। আর জেলার ওপরের পর্যায়ের এনপিসি প্রতিনিধিরা পরবর্তী পর্যায়ের ভোটের মাধ্যমে গণ-কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন করেন। প্রত্যেক অঞ্চল, প্রত্যেক মহল, প্রত্যেক ক্ষেত্র এবং প্রত্যেক জাতির নিজস্ব এনপিসি প্রতিনিধি আছে।
যেমন ২৬.২ লাখেরও বেশি জেলা ও গ্রাম পর্যায়ের এনপিসি প্রতিনিধির মধ্যে তৃণমূল পর্যায়ের শ্রমিক, কৃষক ও পেশাদার প্রযুক্তি কর্মীর হার ৫২.৫৩ শতাংশ। গ্রাম পর্যায়ের এনপিসি’র প্রতিনিধিদের হার ৭৬.৭৫ শতাংশ। চলতি বছর ২৯৭৭জন এনপিসি প্রতিনিধির মধ্যে সংখ্যালঘু জাতির প্রতিনিধির সংখ্যা ৪৪২জন।
চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন এনপিসি প্রতিনিধির উদাহরণ দেই। তাঁর নাম নুরবিয়া সেইট। তিনি সিনচিয়াংয়ের তুরপান শহরের এনপিসি প্রতিনিধি। সেটি আঙুর-সমৃদ্ধ অঞ্চল। স্থানটি চীনের বৃহত্তম আঙুর চাষ এলাকার অন্যতম। যার পরিমাণ দেশের মোট পরিমাণের ২০ শতাংশেরও বেশি। তিনি জনগণের প্রতিনিধি হিসেবে ব্যাপকভাবে স্থানীয় কৃষকের আঙুর চাষের প্রকৃত এবং সবচেয়ে জরুরি চাহিদা তদন্ত করে নিজের প্রস্তাবগুলো লিখেছেন।
তিনি কৃষকের আঙুর চাষের সরঞ্জাম আপডেট করে আরো বেশি আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করছেন। এখন তুরপানে আঙুর চাষের আয়তন ৩৬ হাজার হেক্টর, প্রতি বছর উত্পাদনের পরিমাণ ১৪ লাখ টনেরও বেশি। ১৯৯০ সাল থেকে আঙুর চাষ হল স্থানীয় প্রধান কৃষি শিল্প।
প্রতিনিধি নুরবিয়া সেইট বলেন, আঙুর চাষকে কৃষি বীমায় অন্তর্ভুক্ত করা হল স্থানীয় কৃষকদের দাবি। তুরপানের আবহাওয়া বেশ শুকনো ও গরম। কৃষকের চাষাবাদ এতে প্রভাবিত হয়। এবার এনপিসির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি খুব গর্ব বোধ করেন, সেই সঙ্গে দায়িত্বও পালন করেন। তিনি স্থানীয় কৃষক, বিশেষজ্ঞ এবং আগের মেয়াদের প্রতিনিধির মতামত শোনেন। গভীরভাবে আঙুর চাষের চাহিদার কথা জানতে পারেন। যাতে দুই অধিবেশনে জনগণের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়া যায়।
দুই অধিবেশনের সাক্ষাত্কারে পাকিস্তানের সাংবাদিক ফাউদ মালিকও অবাক হন যে, চীনের এনপিসি’র প্রতিনিধির নির্বাচন হল বিশ্বের বৃহত্তম আকারের গণতান্ত্রিক ব্যবস্থা। এতে ড্রাইভার আছে, ডেলিভারি কর্মী আছে, শিক্ষক আছে, কৃষক আছে, নানা পেশার প্রতিনিধি আছেন।
চলতি বছরের দুই অধিবেশনে প্রতিনিধি ও সদস্যদের প্রস্তাব ও মতামত ১৪০ কোটিও বেশি চীনা জনগণের মনের আকাঙ্ক্ষা তুলে ধরেছে। যা সরকারের কাজের জন্য মূল্যবান পথ এবং অভিজ্ঞতা তৈরি করেছে।
আন্তর্জাতিক সংস্থার গণজরিপ থেকে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের বিষয়ে জনগণের সন্তুষ্টির হার ৯০ শতাংশেরও বেশি। যা চীনের গণতন্ত্র ব্যবস্থার সবচেয়ে বাস্তব প্রতিফলন। ভবিষ্যতে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে যাওয়ার সঙ্গে চীনের গণতান্ত্রিক পথ আরো প্রশস্ত হবে। জনগণ এতে আরো বেশি লাভবান হতে পারবে।
(শুয়েই/তৌহিদ)