পারমাণবিক দূষিত জলের নিঃসরণ দায়িত্বজ্ঞানহীন: চীন
2023-03-14 18:48:08

মার্চ ১৪: গত ১১ মার্চ ছিল জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার ১২তম বার্ষিকী। এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, জাপান সরকার ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা থেকে কিছুই শিখেনি, বরং পারমাণবিক দূষিত জলের নিঃসরণ এবং মানবজাতিকে পারমাণবিক  দূষণের ঝুঁকিতে ফেলতে চায়।

 

তিনি বলেন, দায়িত্বশীল একটি দেশ কখনও এমন করবে না এবং এ ব্যাপারে জাপান নিজের আন্তর্জাতিক দায়িত্ব পালন করেনি।

 

ওয়াং ওয়েন বিন বলেন, ফুকুশিমা দুর্ঘটনার পারমাণবিক দূষিত জলের পরিমাণ ১৩ লাখ টনের বেশি এবং এতে রয়েছে ৬০ ধরনের বেশি রেডিওনিউক্লাইড। সাগরে নিঃসরণ করা হলে তা কয়েক দশকে বিশ্বের সকল সমুদ্রে ছড়িয়ে পড়ে সামুদ্রিক পরিবেশ ও মানবজাতির স্বাস্থ্যের উপর অপরিমেয় প্রভাব ফেলবে।

 

একটি জরিপ অনুযায়ী, জাপানের ৪৩ শতাংশ মানুষ পারমাণবিক দূষিত জলের নিঃসরণের বিরোধিতা করে, এবং ৯০ শতাংশের বেশি মানুষ মনে করেন যে এমন আচরণ নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে।

 

এমতাবস্থায় জাপান নিজেদের লোকদেরই বোঝাতে পারছে না, কীভাবে তারা আন্তর্জাতিক সমাজের  আস্থা লাভ করতে পারবে? (শিশির/এনাম/রুবি)