সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে তিউনিসিয়া
2023-03-14 10:17:04

মার্চ ১৪: সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে তিউনিসিয়া এবং দু’দেশ শীঘ্রই রাষ্ট্রদূত বিনিময় করবে। গত ১১ মার্চ তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সায়েদ এ তথ্য জানান।

এদিন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত্কালে সায়েদ এ তথ্য জানিয়ে আরও বলেন, সিরিয়ার প্রশাসনসংশ্লিষ্ট সমস্যা শুধু সিরিয়ার জনগণের সাথে সম্পর্কিত। এ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ তাঁর সরকার সমর্থন করে না।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে তিউনিসিয়া ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে। সিরিয়ায় আসাদ সরকার কঠোরভাবে জনতার বিক্ষোভ দমন করায়, প্রতিবাদ হিসেবে, তত্কালীন তিউনিসীয় সরকার দামেস্কের সাথে সম্পর্ক ছিন্ন করে।  (সুবর্ণা/আলিম/রুবি)