চীনের ডিজিটাল রূপান্তর চিত্তাকর্ষক: ব্রাজিলীয় বিশেষজ্ঞের অভিমত
2023-03-14 10:21:55

মার্চ ১৪: চীনের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে ‘চিত্তাকর্ষক’ হিসেবে বর্ণনা করেছেন ব্রাজিলের অধ্যাপক আলেসান্দ্রো তাছেইরা। 

ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের প্রধান অর্থনীতি উপদেষ্টা আলেসান্দ্রো তাছেইরা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে আরও বলেন, চীনের অর্থনৈতিক উন্নয়ন নিঃসন্দেহে বিশ্ব অর্থনীতি বৃদ্ধির একটি মূল কারণ। বিশ্ব অর্থনীতিতে চীনা অর্থনীতির অবদান ক্রমাগত বাড়ছে, যা একটা বড় সুসংবাদ।

তিনি বলেন, বর্তমানে চীন বৈজ্ঞানিক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবন হচ্ছে উন্নয়নের প্রধান চালিকাশক্তিগুলোর অন্যতম। শিক্ষাও একটি কেন্দ্রীয় উপাদান। চীন চূড়ান্ত বিচারে উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সফল হবে।

তিনি আরও বলেন, চীনের ডিজিটাল রূপান্তর ও অবকাঠামো নির্মাণকাজে অগ্রগতি তাঁর মনের ওপর গভীর ছাপ ফেলেছে। (প্রেমা/আলিম/ছাই)