‘কুয়াংতুং অধিবাসীদের সিনচিয়াং ভ্রমণ’ শীর্ষক কার্যক্রম চালু
2023-03-13 14:47:10

মার্চ ১৩: গত ৬ মার্চ চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ‘তি ওয়ে পাও’ আন্তর্জাতিক বিমানবন্দরে, ‘কুয়াংতুং অধিবাসীদের সিনচিয়াং ভ্রমণ’ শীর্ষক কার্যক্রমের প্রথম দফার পর্যটকদল এসে পৌঁছায়। বিমানবন্দরে দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানায় সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগ।

পর্যটক দলের একজন সদস্য তেং ওয়েন ওয়েন বলেন, ‘অভ্যর্থনানুষ্ঠান ছিল খুবই জাঁকজমকপূর্ণ। আমার জীবনে এমনটা প্রথম ঘটেছে।’

‘কুয়াংতুং অধিবাসীদের সিনচিয়াং ভ্রমণ’ কার্যক্রমের মাধ্যমে সিনচিয়াং ও কুয়াংতুংয়ের মধ্যে পর্যটন খাতে বিনিময় জোরদার হবে বলে আশা করা হচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)