গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে চীনের ‘দুই অধিবেশন’
2023-03-13 14:01:47

মার্চ ১৩: চলতি বছর চীনের ‘দুই অধিবেশন’ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন বিদেশী তথ্যমাধ্যমে দুই অধিবেশন সম্পর্কে খবর ও সংবাদভাষ্য প্রকাশিত ও প্রচারিত হয়েছে।

পাকিস্তানের ‘দা নেশন’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বিশ্বের ওপর চীনের দুই অধিবেশনের প্রভাব ব্যাপক ও গভীর। চীন বেশকিছু উন্নয়ন-সাফল্য অর্জন করেছে; নিরঙ্কুশ দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে; সাফল্যের সঙ্গে মহামারী প্রতিরোধ করেছে; অর্থনীতির স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করেছে।

মর্ডানডিপ্লোম্যাসি ডট ইউ ওয়েবসাইটে বলা হয়েছে, চীনের দুই অধিবেশনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তাত্পর্য আছে। এটা বিশ্বের চীনকে উপলব্ধি করার গুরুত্বপূর্ণ সুযোগ এবং বিশ্বের সামনে চীনের নিজেকে প্রদর্শনের গুরুত্বপূর্ণ সময়। আন্তর্জাতিক সমাজ এর মাধ্যমে পুরোপুরিভাবে চীনা নেতাদের দেশ-প্রশাসনে অর্জিত সাফল্য এবং বিশ্বের ওপর চীনের উন্নয়নের ইতিবাচক প্রভাব উপলব্ধি করবে।

ভিয়েতনাম সংবাদ সংস্থার খবর অনুসারে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে, চীনের দুই অধিবেশনের ওপর গভীর দৃষ্টি রাখার কথা বলেন। (প্রেমা/আলিম/ছাই)