দেশের সশস্ত্রবাহিনীকে সার্বিকভাবে আধুনিক করে গড়ে তোলা হবে: সি চিন পিং
2023-03-13 11:35:12

মার্চ ১৩: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দেশের সশস্ত্রবাহিনীকে সার্বিকভাবে আধুনিক করে গড়ে তোলা হবে। তিনি আজ (সোমবার) জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনের সমাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, সরকার সার্বিকভাবে দেশের প্রতিরক্ষা খাত ও সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ও উন্নয়নের স্বার্থ রক্ষার মহাপ্রাচীর হিসেবে গণমুক্তি ফৌজকে গড়ে তুলবে।

সি চিন পিং আরও বলেন, নিরাপত্তা উন্নয়নের ভিত্তি, স্থিতিশীলতা সমৃদ্ধির পূর্বশর্ত। চীন সামগ্রিক জাতীয় নিরাপত্তার ধারণা বাস্তবায়ন করবে, জাতীয় নিরাপত্তাব্যবস্থা সুসম্পন্ন করবে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার সক্ষমতা বাড়াবে, সামাজিক শাসনব্যবস্থা উন্নত করবে, এবং নতুন নিরাপত্তা-বিন্যাসের মাধ্যমে নতুন উন্নয়ন-বিন্যাস নিশ্চিত করবে। 

(তুহিনা/আলিম/রুবি)