সরকারের “ক্ষতিপূরণ” দেওয়ার পরিকল্পনা প্রত্যাহারের দাবি দক্ষিণ কোরীয় জনগণের
2023-03-13 11:05:00

মার্চ ১৩: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফ্যাক্টরিতে কাজ করতে বাধ্য করা দক্ষিণ কোরীয় নাগরিকদের ক্ষতিপূরণ দেওয়ার সাম্প্রতিক পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে শনিবার সিউলের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার নাগরিক।

বিক্ষোভকারীদের দাবি, এতে জাপান দায়বদ্ধতা থেকে মুক্তি পাবে। দক্ষিণ কোরীয় সরকারের এ পরিকল্পনা সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের জন্য অপমানজনকও বটে।

উল্লেখ্য, এতোদিন দক্ষিণ কোরিয়ার সরকার জাপান সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আসছিল। জাপান তা দিতে অস্বীকার করে। তবে, দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর, জাপানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে, এই  বিকল্প উদ্যোগ নেয়। এর পরিকল্পনার আওতায়, দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানি ক্ষতিপূরণের টাকা দেবে। পরিকল্পনাটিকে যুক্তরাষ্ট্র ও জাপান স্বাগত জানিয়েছে। (প্রেমা/আলিম/ছাই)