সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের সিয়ে আন ছি’র কন্ঠে ‘সিথিয়ে রাস্তা’ শীর্ষক গান। গানটি আপনারা কি পছন্দ করেছেন? আশা করি আপনাদের ভালো লাগেছে। পরের গানের নাম 'সুখের সম্ভাবনা'। এই গান আসলে দুঃখ এবং মুগ্ধতার গল্প। এ গানে বলা হয়েছে: একটি ছেলে একটি মেয়েকে খুবই ভালোবাসে। মেয়েটির মন খারাপ হলে তাকে খুশি করার জন্য ছেলেটি বিভিন্ন উপায়ে দাতে আনন্দ দেওয়ার চেষ্টা করে। মেয়েটি তাকে এতো ভালোবাসে না জেনেও ছেলেটি তার মন কোনোদিনই পরিবর্তন করে না। দুর্ভাগ্যবশত, ছেলেটি অসুস্থ হয়ে মারা যায়। ছেলেটির মনে আশা তার মৃত্যুর পর মেয়েটি সুখি জীবন পাবে। গানটিতে মেয়েটির প্রতি ছেলেটির অকৃত্রিম ভালোবাসার কথাই তুলে ধরা হয়েছে। এখন আমরা একসঙ্গে গানটি শুনি।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের সিয়ে আন ছি’র কন্ঠে ‘সুখের সম্ভাবনা’ শীর্ষক গান। পরের গানের নাম 'অশ্রুর নাম'। অশ্রু বা চোখের জলের কোনো নাম আছে? বিশেষ একজন বা বিশেষ স্মৃতি স্মরণ করে আপনার চোখ থেকে হয়তো অশ্রু ঝরে। এ গানে বলা হয়েছে: যখন তোমার কথা আমার মনে পড়ে, তখন আমার ভীষণ দুঃখ লাগে; আমার দু’চোখ দিয়ে অশ্রু ঝরে। অতীতের যেসব সুন্দর সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, সেসব অদৃশ্য সময় আর ফিরবে না। আমার অশ্রুতে তোমার নাম লেখা রয়েছে। তোমার মনে কি আমার নাম লেখা আছে?
চলুন, আমরা গানটি শুনবো।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের সিয়ে আন ছি’র কন্ঠে ‘অশ্রুর নাম’ শীর্ষক গান। পরের গানের নাম 'মিস'। এ গানের নাম শুনেই বোঝা যায় এটি কাউকে মিস করা নিয়ে লেখা একটি গান। এই গানে বলা হয়েছে: খুব দূরে গিয়ে তুমি কি ভালো আছো? তোমার জীবন সুখের, নাকি মন আনন্দে ভরপুর? আমি তোমাকে খুবই মিস করি। তুমি ফিরে না আসায় আমার খুব দুঃখ হয়, একা লাগে। কিন্তু আমি বিশ্বাস করি, একদিন তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার জন্য আমি অপেক্ষা করছি.......।
চলুন, আমরা গানটি শুনবো।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের সিয়ে আন ছি’র কন্ঠে ‘মিস’ শীর্ষক গান। এসব গান শুনে আপনাদের মন হয়েতো একটু ভারি হয়ে উঠেছে। তাহলে এখন আমরা আনন্দে পরিপূর্ণ একটি গান শুনি। এ গানের নাম 'Double Double'। সিয়ে আন ছি এবং চীনের আরেকজন নারী কন্ঠশিল্পী জিয়েখ্যজুনই একসঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন। এই গানটি বাস্কেটবল প্রতিযোগিতার থিম সঙ্গীত। এই গানে প্রকাশিত হয়েছে তরুণ জীবনের প্রাণশক্তি আর সুন্দর ভবিষ্যতের আশা। চলুন, আমরা এখন একসঙ্গে গানটি শুনি।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের সিয়ে আন ছি ও জিয়েখ্যজুনই’র কন্ঠে ‘Double Double’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'চং উ ইয়ান' শীর্ষক গান। চং উ ইয়ান হলো প্রাচীন চীনের একজন বিখ্যাত নারী। দেখতে খুবই খারাপ ছিলেন বলে কেউ তাকে পছন্দ করতো না। কিন্তু নিজের বুদ্ধি, জ্ঞান আর চেষ্টার মাধ্যমে একদিন ছি রাজ্যের রাণী হয়ে সবার সম্মান পান তিনি। এই গানের মাধ্যমে সিয়ে আন ছি প্রকাশ করতে চান, একজন নারীর রূপই মূল সৌন্দর্য নয়। চলুন, আমরা গানটি শুনবো।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)