রঙিন দিনগুলো
2023-03-13 14:22:23

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফুশু’র কন্ঠে ‘বোকারা দুঃখী’ শীর্ষক গান। আগের এক অনুষ্ঠানে আমরা ফুশু’র পরিচয় দিয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা তাঁর আরও গান শুনবো। বন্ধুরা, কেউ কেউ বলেন, ফুশু’র কন্ঠশিল্পীর পরিচয়ের চেয়ে বরং বড় পরিচয় তিনি একজন শিল্পী, একজন কবি। এ কথা ঠিক। তার গানের কথাগুলো তো কবিতার মতো। এখন আমরা তাঁর কন্ঠে ‘রঙিন দিনগুলো’ বা ‘ColorfulDays’ শীর্ষক গান শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফুশু’র কন্ঠে ‘ColorfulDays’ শীর্ষক গান। 'সেই ফুলগুলো' ফুশু’র বিখ্যাত গানগুলোর অন্যতম। অনেক শ্রোতাই এ গানটি ভীষণ পছন্দ করেন। ফুশুর গান শ্রুতিমধুর। গানে তিনি নিজের অনুভব, নিজের গল্প বলেন যেন সবাইকে। তার মনের ভেতর নিজের একটি বিশ্ব আছে। গানের মাধ্যমে আমরা এ বিশ্বের ছোট একটি অংশ দেখতে পাই। শুনুন তাহলে গানটি। এখন আমরা ‘সেই ফুলগুলো’ শীর্ষক গান শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফুশু’র কন্ঠে ‘সেই ফুলগুলো’ শীর্ষক গান। ২০০৩ সালের পর ফুশু কোনো সংগীত বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেননি। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে তিনি ফিরে আসেন এবং উপহার দেন নতুন একটি গান। এ গানের নাম 'বাতাসের শব্দ শুনুন'। এখন শুনুন এ গানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফুশু’র কন্ঠে ‘বাতাসের শব্দ শুনুন’ শীর্ষক গান। ২০১০ সালের পর ফুশু কখনও কখনও গান নিয়ে হাজির হয়েছেন। শুধু এক বা দুটি গান প্রকাশ করেছেন। তবে ২০১৪ সাল পর্যন্ত 'গ্রীষ্মের ফুলের মতো জীবন' অ্যালবামটিই তার শেষ অ্যালবাম। নতুন কিছু গান তিনি চলচ্চিত্রের জন্য রচনা করেছেন। এখন আমি আপনাদেরকে ‘গ্রীষ্মের ফুলের মতো জীবন' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফুশু’র কন্ঠে ‘গ্রীষ্মের ফুলের মতো জীবন’ শীর্ষক গান। ২০১৪ সালে 'মহাদেশ' নামের একটি সিনেমার জন্য ফুশু রচনা করেন আরেকটি গান। গানের নাম 'সাধারণ রাস্তা'। ফুশু ও চলচ্চিত্রের পরিচালক হান হান একে অপরের বন্ধু। একবার হান হান ফুশু’র বাড়িতে বসে প্রথম 'সাধারণ রাস্তা' গানটি শুনেন। পরে নিজের চলচ্চিত্রে এ গান ব্যবহার করতে চান। ফুশু বন্ধুর জন্য ৪ বছর পর আবার গানটি গেয়েছেন। আগের অনুষ্ঠানে আমরা গানটি শুনেছি। তাহলে এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সে ঘুমে’ শীর্ষক গান শোনাবো। গানটি ফুশু তাঁর স্ত্রীর জন্য লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)