উচ্চমানের উন্নয়ন ও জনগণকে প্রথমে রাখার নীতিতে অবিচল থাকবে চীন: সি চিন পিং
2023-03-13 11:06:01

মার্চ ১৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, উচ্চমানের উন্নয়ন ও জনগণকে প্রথমে রাখার নীতিতে অবিচল থাকবে তাঁর দেশ। আজ (সোমবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র বার্ষিক অধিবেশনের সমাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, শক্তিশালী দেশ গড়া ও জাতীয় পুনরুজ্জীবনের নতুন যাত্রায় চীন উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করবে, “এক দেশ, দুই ব্যবস্থা” অনুশীলনের মাধ্যমে দেশের একীকরণের প্রচেষ্টা অব্যাহত রাখবে, এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে।

তিনি জোর দিয়ে বলেন, চীন অর্থনৈতিক শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিগত শক্তি, ও সার্বিকভাবে রাষ্ট্রীয় শক্তি বাড়াতে সচেষ্ট থাকবে এবং আধুনিকায়নের মাধ্যমে জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে। (প্রেমা/আলিম/ছাই)