চীনা অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ‘আত্মবিশ্বাসী’ প্রধানমন্ত্রী লি ছিয়াং
2023-03-13 17:06:48

মার্চ ১৩: আজ (সোমবার) সকালে চীনের ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের প্রথম অধিবেশন সমাপ্ত হওয়ার পর প্রধানমন্ত্রী লি ছিয়াং মহাগণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

 

এসময় চীনের অর্থনৈতিক উন্নয়ন সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে তিনি ‘আত্মবিশ্বাসী’ বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি সাধারণত আশাব্যঞ্জক নয়। অনেক অস্থিতিশীল, অনিশ্চিত এবং অপ্রত্যাশিত কারণ রয়েছে। প্রবৃদ্ধি কীভাবে স্থিতিশীল করা যায়- তা বিশ্বের সব দেশের জন্যই একটি পরীক্ষা। এই বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি ব্যাপক বিবেচনার পর নির্ধারণ করা হয়েছে।

 

চীনের প্রধানমন্ত্রী বলেন, “এই লক্ষ্য অর্জন করা সহজ হবে না এবং আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে। আমাদের অবশ্যই ম্যাক্রো নীতিগুলোর ভালোভাবে সমন্বয়, অভ্যন্তরীণ চাহিদা প্রসারিত, সংস্কার এবং উদ্ভাবন এবং ঝুঁকিগুলো প্রতিরোধ ও হ্রাস করতে হবে।”

 

লিলি/এনাম/রুবি