কৃষ্ণ সাগর দিয়ে কৃষি পণ্য রপ্তানি নিয়ে বৈঠকে রাশিয়া ও জাতিসংঘ
2023-03-13 16:24:01

মার্চ ১৩: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, আজ (সোমবার) রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধিরা সুইজারল্যান্ডের জেনেভায় কৃষ্ণ সাগর হয়ে কৃষি পণ্য রপ্তানি চুক্তি নিয়ে নতুন দফা আলোচনা করেছেন।

 

উল্লেখ্য, গত জুলাই মাসে কৃষ্ণ সাগর বন্দর হয়ে কৃষি পণ্য রপ্তানি পুনরুদ্ধার করতে জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল রাশিয়া। পাশাপাশি, পক্ষগুলো এ সংক্রান্ত একটি সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা করতে একমত হয়েছিল।

 

চুক্তি অনুযায়ী, ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণ সাগর হয়ে রপ্তানির সুযোগ নিশ্চিত করে রাশিয়া এবং বিনিময়ে রুশ খাদ্য ও সার আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পায়। এ চুক্তির মেয়াদ ছিল ১২০ দিন। পরে নভেম্বর মাসে আগামী ১৮ মার্চ পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়।

 

সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা অবরোধের কারণে রাশিয়ার খাদ্য ও সার এখনও সুষ্ঠুভাবে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারছে না। (শিশির/এনাম/রুবি)