সংবিধানে অর্পিত দায়িত্ব পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে: সি চিন পিং
2023-03-13 11:26:55

মার্চ ১৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দেশের সংবিধানে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে, তিনি জনগণের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। আজ (সোমবার) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশনের সমাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রেসিডেন্ট সি চিন পিং।

প্রেসিডেন্ট সি বলেন, “জনগণের আস্থা আমার যাত্রাপথের সবচেয়ে বড় চালিকাশক্তি ও আমার কাঁধে ভারী দায়িত্ব। চীনের জাতীয় সংবিধানে অর্পিত দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবো। দেশের চাহিদা ও জনগণের স্বার্থ বিবেচনা করে, ভালো করে নিজের দায়িত্ব পালন করবো এবং অবদান রাখার চেষ্টা করবো, যাতে এনপিসি’র প্রতিনিধিবৃন্দ ও চীনের বিভিন্ন জাতির জনগণের আশা-আকাঙ্খা পূরণ করা যায়।” (সুবর্ণা/আলিম/রুবি)