কঠোরভাবে দল পরিচালনা করতে হবে এবং অবিচলভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যেতে হবে: সি চিন পিং
2023-03-13 12:04:59

মার্চ ১৩: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বেইজিংয়ে চতুর্দশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশনের সমাপন অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, চীনকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-কে আরও শক্তিশালী হতে হবে; সর্বদা সর্বাত্মক ও কঠোরভাবে সিপিসি-কে পরিচালনা করতে হবে; এবং অবিচলভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, সিপিসি-কে সবসময় বড় দলের বিশেষ সমস্যা সমাধানের প্রশ্নে শান্ত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে; বিপ্লবের সাহস রাখতে হবে; এবং সবসময় দলীয় ঐক্য বজায় রাখতে হবে। আর এসবের লক্ষ্য হবে, একটি শক্তিশালী দেশ ও জাতীয় পুনরুজ্জীবনের জন্য একটি শক্তিশালী নিশ্চয়তা প্রদান করা।  (ছাই/আলিম)