গ্রামীণ পুনরুজ্জীবনে সহায়তা করছে শাংহাইয়ের সামাজিক শক্তি
2023-03-13 11:19:56

“পাহাড়ের এখান-সেখানে আপেল, ছোট ও দেখতে একটু কুৎসিত হলেও অনেক সুস্বাদু।” ২০২১ সালে যখন শাংহাই ওভারসিজ চাইনিজ ফাউন্ডেশনের মহাসচিব লি থাওজি প্রথমবারের মতো ইয়ুননান প্রদেশের হংহে হানি ও ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মেংজি শহরের সিপেইল গ্রামে প্রবেশ করেছিলেন, তখন পাথরের মাঝখানে বড় হওয়া আপেলের স্বাদ আজও ভুলে যাননি।

 

“পাথরের ফাটল দিয়ে আঁচড়” হচ্ছে স্থানীয় একটি পুরনো কথা। এর মধ্যে স্থানীয় কৃষকদের নিজেদের পরিবারকে সমৃদ্ধ করার প্রত্যাশা রয়েছে। যদিও ভৌগলিক ও জলবায়ু পরিস্থিতি আপেল চাষ করতে খুবই যুক্তিযুক্ত, তবুও স্থানীয় কৃষকরা চাষ প্রযুক্তির অভাব এবং আপেল বিক্রয় অসুষ্ঠু হবার সংকটের সম্মুখীন হয়।

কৃষকদের উদ্বেগ ও প্রত্যাশা আমাদের গণকল্যাণের মাধ্যমে তাদের সহায়তা দেয়া এবং গ্রামীণ পুনরুজ্জীবনে সহায়তা দেয়ার প্রত্যয় জোরালো করে। একটি গ্রামীণ পুনরুজ্জীবন গণকল্যাণ কার্যক্রমে লি থাওজি বলেন, ২০২১ সালে তাঁর ফাউন্ডেশন সিপেইল গ্রামে “সাংজি” নামক কৃষকদের সহায়তার গণকল্যাণ প্রকল্প উদ্যোগ নিয়ে তাদেরকে উন্নতমানের ও বাজারে জনপ্রিয় ভালো পণ্য বিক্রি করতে সাহায্য করে। এর মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো এবং টেকসই শিল্পে কৃষকদের সাহায্য দেয়া হয়।

 

লি থাওজি ব্যাখ্যা করেন, বর্তমানে “সাংজি” প্রকল্পটি ৯টি প্রদেশের (শহর ও অঞ্চল) ১৭টি “সাংজি স্টেশন” কার্যকর করেছে। তাতে ৭০ লক্ষাধিক ইউয়ান বরাদ্দে পর পর ১৭টি ধরনের কৃষি চাষ পণ্য ইনকিউবেট বা সমর্থন দেয়। প্রকল্পে দশ-বার জন সহকারী উপকৃত হয়। তিন সহস্রাধিক কৃষি পরিবার উপকৃত হয়ে তাদের পরিবারের গড় বার্ষিক আয় বৃদ্ধি ২ হাজার ৭শ’ ইউয়ান হয়।

 

এক একটি “সাংজি স্টেশন” হলো শাংহাই সামাজিক শক্তি প্রতিপক্ষ সহযোগিতা অঞ্চলের গ্রামীণ পুনরুজ্জীবনে অংশ নেয়ার একটি ক্ষুদ্র চিত্র।

 

শাংহাইয়ের ১৭ হাজারটি সামাজিক সংস্থা এবং পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সমন্বয় ও প্রতিপক্ষ সমর্থনের গুরুত্বপূর্ণ শক্তি। শাংহাইয়ের ডেপুটি মেয়র গুও ফাং বলেন, পথনির্দেশক মতামত প্রণয়ন করা, নীতিগত সমর্থন বাড়ানো, সম্পদ প্রবাহ নেতৃত্ব দেয়া, প্ল্যাটফর্ম নিশ্চয়তা সুসংহত করা, দৃষ্টান্তমূলক পরিচালনাসহ বিভিন্ন ব্যবস্থা পালন করার মাধ্যমে সামাজিক শক্তিদের প্রতিপক্ষ সহযোগিতা কাজে অংশ নিতে নেতৃত্ব দেয়।

 

সাম্প্রতিক বছরগুলোতে শাংহাই ও ইয়ুননান সামাজিক সংস্থা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সমন্বয়ে অংশ নিতে নেতৃত্ব দেয়। কর্তৃপক্ষের পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত  ২৪৬টি সামাজিক সংস্থার গণকল্যাণ সমর্থন প্রকল্প ৪.৭ কোটি ইউয়ানের বেশি বিশেষ আর্থিক সহায়তা পেয়েছে, যা প্রায় ২০ কোটি ইউয়ান সামাজিক অর্থ লিভারেজ করেছে। এর মধ্যে অনেক প্রকল্প “ছোট ও সুন্দর” গণকল্যাণ সমর্থন প্রকল্প কার্যকর করা হয়।

 

“সামাজিক সংস্থার সম্পদ সমৃদ্ধ, মেধাশক্তি মিলিত, বিশেষত্বে শক্তিশালী এবং ব্যাপক কাভারেজের প্রাধান্য আছে।” গুও ফাং বিভিন্ন ধরনের সামাজিক সংস্থা বৈশিষ্ট্য পালন করে, নিজেদের সম্পদ ব্যবহার করে, আরও বেশি গণকল্যাণ বুটিক ব্যবস্থা করার প্রত্যাশা করেন। যাতে প্রতিপক্ষ অঞ্চল দারিদ্র্যমুক্তির ফলাফল সুসংহত করতে সার্বিক গ্রামীণ পুনরুজ্জীবনে সহায়তা দিতে অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন ত্বরান্বিত করা যায়।

(প্রেমা/এনাম)