জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রধান হলেন চেং শানচিয়ে
2023-03-12 15:35:54

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন চেং শানচিয়ে। রোববার চতুর্দশ জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াং তাকে মনোনীত করেন।

৬১ বছর বয়সী চেং এর আগে পূর্ব চীনের আনহুই প্রদেশের পার্টি সেক্রেটারি এবং  চীনের শীর্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রকের প্রধান হিসেবেই দায়িত্ব পালন করেছেন। 

পিপলস ব্যাংক অফ চায়নার গভর্নর হিসাবে ৬৫ বছর বয়সী ই ক্যাং,  বাণিজ্যমন্ত্রী হিসেবে ৫৮ বছর বয়সী ওয়াং ওয়েনথাও এবং অর্থমন্ত্রী হিসেবে ৬৬ বছর বয়সী লিউ খুন বহাল  রয়েছে।  

মিম/হাশিম

তথ্য ও ছবি- চায়না ডেইলি।