‘চীনের অর্থনৈতিক উন্নয়ন বৈশ্বিক উন্নয়নে অবদান রাখবে’
2023-03-12 15:49:16

মার্চ ১২: চীনের দুই অধিবেশনের ওপর বেশ নজর রেখেছিল আন্তর্জাতিক সমাজ। আন্তর্জাতিক ব্যক্তিরা চীনের অর্থনীতির ওপরও খেয়াল রাখেন।

 তাদের মতে, চীনের অর্থনীতির উন্নয়ন আঞ্চলিক সমৃদ্ধি ও বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখবে। চীনের অর্থনীতির মানুষকে কেন্দ্র করে উন্নয়ন হয় এবং চীনের অভিজ্ঞতা থেকে সকলেরই শেখা প্রয়োজন।

কানাডার কুইবেকের কমিউনিস্ট পার্টির সম্পাদক আদ্রিয়ান ওয়েলস বলেছেন, দুই অধিবেশন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। অর্থনীতির পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা হয় এতে। প্রতিনিধিরা এ লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন। মানুষের ইচ্ছা অনুযায়ী, অর্থনীতির উন্নয়ন করে চীন এবং বিশ্বের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করে।

 

দক্ষিণ আফ্রিকার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সলোমন লেছেসা সেনোলি বলেছেন, বড় একটি দেশ হিসেবে চীন চরম দারিদ্র নির্মূল করেছে। তা বিশ্বব্যাপী দেশ পরিচালনায় ভাল একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। চীন কীভাবে তা বাস্তবায়ন করেছে- তা থেকে অন্যদের শেখার রয়েছে।

 

আরব-চীন মৈত্রী সমিতি ফেডারেশনের মহাসচিব আলী ইউসুফ বলেছেন, উন্নয়নশীল দেশের পক্ষ থেকে দেখলে প্রেসিডেন্ট  সি চিন পিংয়ের মহান সফলতার অন্যতম হল তিনি বাস্তব ও উভয়ের জন্য কল্যাণকর ‘এক অঞ্চল  এক পথ প্রস্তাব’ উত্থাপন করেছেন। আমরা এ প্রস্তাবের প্রশংসা করি কারণ এ প্রস্তাব এতদঞ্চলের দেশগুলোর অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে নানা সমস্যা সমাধান করেছে।

 

জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিন্দো ইইচি বলেছেন, আমি মনে করি, ‘এক অঞ্চল এক পথ প্রস্তাব’ ইউরোপ ও চীনের বাজারকে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। তা ছাড়া, মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া মহাদেশের চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য সহযোগিতা দিন দিন জোরদার হচ্ছে। (শিশির/এনাম/রুবি)