চীনের নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেলেন?
2023-03-12 15:53:10

মার্চ ১২: চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) প্রথম অধিবেশনে ভোটের মাধ্যমে স্টেট কাউন্সিলের সেক্রেটারি-জেনারেল এবং ২৬টি বিভাগের প্রধানদের নিয়োগ দেয়া হয়েছে। একে দেশটির নতুন মন্ত্রিসভা বলা যেতে পারে।

 

নিচে তাঁদের পুরো তালিকা দেয়া হলো:

 

উ চেংলং, সেক্রেটারি-জেনারেল

ছিন কাং, পররাষ্ট্রমন্ত্রী

লি শাংফু, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী

চেং শান চিয়ে, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রধান

হুয়াই চিন পোং, শিক্ষামন্ত্রী

ওয়াং চিকাং, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

চিন চুয়াং লোং, শিল্প ও তথ্য প্রযুক্তিমন্ত্রী

প্যান ইয়ু, ন্যাশনাল এথনিক অ্যাফেয়ার্স কমিশনের প্রধান

ওয়াং সিও হোং, জননিরাপত্তা মন্ত্রী

চেন ইশিন, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রী

থাং তেং চিয়ে, বেসামরিক বিষয়ক মন্ত্রী

হ্য রোং, বিচারমন্ত্রী

লিউ খুন, অর্থমন্ত্রী

ওয়াং সিওপিং, মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী

ওয়াং কুয়াং হুয়া, প্রাকৃতিক সম্পদ মন্ত্রী

হুয়াং রুনছিউ, প্রাকৃতিক পরিবেশ মন্ত্রী

নি হোং, আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রী

লি সিওপোং, পরিবহন মন্ত্রী

লি কুওইং, পানি সম্পদ মন্ত্রী

তাং রেন চিয়েন, কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রী

ওয়াং ওয়েন থাও, বাণিজ্যমন্ত্রী

হু হো পিং, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী

মা সিওউই, জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান

পেই চিন চিয়া, প্রাক্তন সেনা বিষয়ক মন্ত্রী

ওয়াং সিয়াং সি, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী

ই কাং, পিপল’স ব্যাংক অব চায়নার গভর্নর

হাউ খাই, ন্যাশনাল অডিট অফিসের অডিটর-জেনারেল।

 

লিলি/এনাম/রুবি