চীনের জাতীয় বৃক্ষ রোপণ দিবস
2023-03-12 19:51:53

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক : ১২ মার্চ, রোববার চীনের জাতীয় বৃক্ষ রোপণ দিবস পালিত হয়েছে। এবারের দিবসের লক্ষ্য দেশব্যাপী বনায়ন প্রচার করা এবং মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা।

ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে,  গত এক দশকে, চীন ২২ মিলিয়ন হেক্টরের বেশি বনায়ন হয়েছে। দেশব্যাপী বনের কভারেজের হার গত বছরের শেষ নাগাদ ২৪ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে। এখন দেশের চারপাশে কিছু মনোমুগ্ধকর বনের দৃশ্য দেখা যায়।

এ সব বন বিভিন্ন বাহারি রূপ ধারণ করে একেক ঋতুর পরিবর্তনে। তখন প্রকৃতি সাজে নতুনভাবে। প্রতি বছরই এমন দৃশ্য দেখতে দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমে চীনে।  তবে বনায়ন বৃদ্ধির পরিকল্পনা এবং বন সংরক্ষণনীতি বাস্তবায়নের ফলে সবুজ বনায়ন বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতেও বেশ ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ঐশী/হাশিম 

তথ্য ও ছবি : সিজিটিএন।