টানা ৭ বছর ধরে বিশ্বের বৃহত্তম লজিস্টিক মার্কেট চীন
2023-03-12 15:26:23

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক : গেল বছরে চীন টানা সাত বারের মতো বিশ্বের বৃহত্তম লজিস্টিক বাজার হিসাবে তার অবস্থান বজায় রেখেছে বলে জানিয়েছে চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং।

সংস্থাটির দেওয়া তথ্যানুসারে, গত বছর দেশের লজিস্টিক খাতে মোট রাজস্ব আদায় হয়েছে ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ইউয়ান।

২০২২ সালে সামাজিক সরবরাহের আকার ৩৪৭ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।  

ফেডারেশন বলছে, চীনের শীর্ষ ৫০টি লজিস্টিক কোম্পানি গত বছর প্রায় ২ ট্রিলিয়ন ইউয়ান আয় করেছে।

আধুনিক লজিস্টিক সিস্টেম তৈরির জন্য, চীনকে রেলওয়ে এবং বন্দরসহ  লজিস্টিক অবকাঠামোর ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করা উচিত বলেও উল্লেখ করেছে ফেডারেশন। 

মিম/হাশিম

তথ্য ও ছবি- সিজিটিএন।

#China #chinalogistics