জাতীয় পুনরুত্থানে অবদান রাখতে চান প্রবাসী চীনারা
2023-03-12 16:45:16

মার্চ ১২: বিদেশে থাকা প্রবাসী চীনারা বলেছেন, সি চিন পিং’র চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হওয়া যুগ ও মানুষের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে নতুন যাত্রা ও নতুন সফলতার প্রত্যাশা করছেন তারা।

জাম্বিয়ায় প্রবাসী চীনা অ্যাসোসিয়েশনের প্রধান চাং চিয়ান বলেছেন,  জাম্বিয়ায় প্রবাসী চীনারা প্রেসিডেন্ট সি’র নেতৃত্বকে সমর্থন করে এবং মাতৃভূমির উন্নয়ন ও চীনা জাতির মহান পুনরুদ্ধারে অবদান রাখবে।

লাওসের ভিয়েনতিয়েন চাইনিজ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান লিন চুন সিং বলেছেন, আশা করা যায়, লাওসে থাকা প্রবাসী চীনারা নতুন যুগে নিজেদের প্রাধান্যকে কাজে লাগিয়ে চীন-লাওস মৈত্রী জোরদারে অবদান রাখতে পারবে।

থাই চীনা প্রধান বণিক সমিতির চেয়ারম্যান লিন ছু ছিন বলেছেন, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনা জাতি ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির দ্রুত উন্নয়ন হচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন ও চীনা জাতির পুনরুদ্ধার দ্রুত বাস্তবায়ন হবে। (শিশির/এনাম/রুবি)