বনায়ন ও সবুজায়নে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে চীন
2023-03-12 17:23:51

মার্চ ১২: আজ (রোববার) চীনের ৪৫তম বন দিবস উপলক্ষে জাতীয় বনায়ন কমিটির অফিস আনুষ্ঠানিকভাবে ‘২০২২ চায়না ল্যান্ড ফরেস্টেশন স্ট্যাটাস ইস্তাহার’ প্রকাশ করেছে।

 

‘ইস্তাহারে’ দেখা যায়, ২০২২ সালে দেশব্যাপী ৩৮.৩ লাখ হেক্টর বনায়ন সম্পন্ন, ৩২.১৪ লাখ হেক্টর ঘাস রোপণ এবং ১৮.৪৭৩ লাখ হেক্টর বালুকাময় ও পাথুরে মরুভূমিকে চাষ উপযোগী করা হয়েছে। বনায়নে চীন উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।

 

এখন পর্যন্ত জাতীয় বন কাভারেজের হার ২৪.০২ শতাংশে পৌঁছেছে এবং বনের মজুদের পরিমাণ ১৯৪৯.৩ কোটি ঘনমিটারে দাঁড়িয়েছে। টানা ৩০ বছরেরও বেশি সময় ধরে বনাঞ্চল এবং মজুদ উভয়ই বৃদ্ধি পেয়েছে।

 

চীন সবুজায়নে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। জাতীয় পরিবেশগত নিরাপত্তা বজায় রাখা, মানুষের জীবন-জীবিকা উন্নত করা এবং সবুজ উন্নয়নে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে চীন।

 

লিলি/এনাম/রুবি