চীনের ৪ জন ভাইস-প্রিমিয়ার নিযুক্ত
2023-03-12 15:21:58

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আইনসভা জাতীয় গণকংগ্রেস-এনপিসি ৪ জন ভাইস-প্রিমিয়ার নিয়োগ অনুমোদন করেছে। রোববার ১৪তম এনপিসির প্রথম অধিবেশনের পঞ্চম পূর্ণাঙ্গ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়                                  

নবনিযুক্ত ৪ ভাইস-প্রিমিয়ার হলেন, তিং শুয়েসিয়াং, হ্য লিফেং, চাং কুওছিং ও লিউ কুও চুং।

এর আগে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং তাদের নিয়োগের জন্য একটি রাষ্ট্রপতি আদেশে স্বাক্ষর করেন।

পরে ভাইস-প্রিমিয়াররা সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছেন।

হাশিম/সাজিদ

তথ্য ও ছবি: সিনহুয়া।