সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি, ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ
2023-03-11 16:10:28

মার্চ ১১: গতকাল (শুক্রবার) চীন, সৌদি আরব এবং ইরান বেইজিংয়ে একটি ত্রিপক্ষীয় যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

 

তাতে দেশ তিনটি ঘোষণা করেছে যে সৌদি আরব এবং ইরান একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তিতে তারা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, দুই মাসের মধ্যে দূতাবাস ও প্রতিনিধিত্বকারী অফিস পুনরায় চালু, রাষ্ট্রদূত বিনিময় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে সম্মত হয়েছে।

 

বিবৃতিতে চীন, সৌদি ও ইরান আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ইচ্ছা ব্যক্ত করেছে।

 

একই দিন ওমান, তুরস্ক, লেবানন, ইরাকসহ বিভিন্ন দেশ ত্রিপক্ষীয় এ যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে।

 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাঁর মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং প্রাসঙ্গিক আলোচনায় সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

লিলি/এনাম/রুবি