চীনা জনগণ ও দেশের প্রতি আনুগত্যের অঙ্গীকার প্রেসিডেন্ট সি’র
2023-03-11 18:31:05

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার করছেন সি চিন পিং।

বেইজিংয়ে শুক্রবার ১৪তম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে সর্বসম্মতভাবে চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

মহাগণভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে সি বলেন, "(আমি অঙ্গীকার করছি) দেশ ও জনগণের প্রতি অনুগত থাকব, আমার দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ও সৎ থাকব, জনগণের তত্ত্বাবধান গ্রহণ করব এবং একটি মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার জন্য কাজ করব, যেটি হবে সমৃদ্ধ, শক্তিশালী, গণতান্ত্রিক, সাংস্কৃতিকভাবে উন্নত, সম্প্রীতিময় ও সুন্দর।"

উপস্থিত সবাই ঐতিহাসিক মুহূর্তটি দাঁড়িয়ে প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানটি চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) এবং ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।

এ ছাড়া শীর্ষ আইনসভার ভোটে চীনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন হান চাং। পাশাপাশি রাষ্ট্রীয় পরিষদের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের একটি পরিকল্পনা অনুমোদিত হয় আইনসভায়।

নির্বাচনের প্রত্যক্ষদর্শী চীনে আলজেরিয়ার রাষ্ট্রদূত হাসান রাবেহি বলেন, নির্বাচনের প্রক্রিয়ায় কতটা সুন্দরভাবে গণতন্ত্রের চর্চা করা হয়েছে এবং চীনা জনগণের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে তা তিনি স্বচক্ষে দেখেছেন। তিনি বলেন, চীনের ভবিষ্যতের ব্যাপারে তার পূর্ণ আস্থা রয়েছে।

চীনে কেনিয়ার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এডউইন আফান্দে বলেন, আইনের শাসন খুব গুরুত্বপূর্ণ এবং এটি জনগণের দ্বারা প্রয়োগ করা উচিত “যেমনটি আমরা চীনে দেখেছি”। - রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি