সৌদি-ইরান সংলাপ নিয়ে চীনা মুখপাত্রের বক্তব্য
2023-03-11 19:15:54

মার্চ ১১: সম্প্রতি সৌদি আরব এবং ইরানের মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত সংলাপ বিভিন্ন পক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। আজ (শনিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সংলাপের পটভূমি, বিস্তারিত অবস্থা এবং সাফল্য তুলে ধরেছেন। এসময় তিনি ভবিষ্যতে মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বেগবানে চীনের ভূমিকাও তুলে ধরেছেন।

 

সৌদি আরব ও ইরানের মধ্যে সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে চীনের সমর্থনের বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ইতিবাচক উদ্যোগের প্রতিক্রিয়ায় গত ৬ থেকে ১০ মার্চ এ সংলাপ অনুষ্ঠিত হয়। তাতে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি শামখানি দুই দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

 

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির বিদেশ-বিষয়ক অফিসের পরিচালক ওয়াং ই যথাক্রমে সৌদি আরব এবং ইরানের সাথে আলোচনা এবং সংলাপের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

সংলাপে চীন, সৌদি আরব এবং ইরান একটি চুক্তিতে পৌঁছায় এবং শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। উভয় পক্ষ জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো মেনে চলা, আলোচনা ও কূটনৈতিক উপায়ে উভয় পক্ষের মধ্যকার মতপার্থক্য নিরসন, সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ইচ্ছা প্রকাশ করেছে।

 

চীন আশা করে, সৌদি আরব ও ইরান যোগাযোগ ও সংলাপ জোরদার করবে এবং এ ব্যাপারে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক বেইজিং।

 

লিলি/এনাম/রুবি