চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন সি চিন পিং
2023-03-11 16:25:35

মার্চ ১১: গতকাল (শুক্রবার) সকালে চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সি চিন পিং। এসময় পুনরায় কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সবাই আন্তরিকভাবে বিরামহীন হাততালির মাধ্যমে তাঁকে বরণ করে নিয়েছেন।

একই অধিবেশনে চাও ল্য চি চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং হান চেং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অধিবেশনে প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং, চাও ল্য চি, ওয়াং হু নিং, হান চেং, ছাই ছি, তিং স্যুয়ে সিয়াং ও লি সি-সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশনে ২৯৭৭ জন প্রতিনিধির ২৯৫২জন অংশ নিয়েছেন এবং ২৫জন অনুপস্থিত ছিলেন।

(রুবি/এনাম/শিশির)