সি’র পুনর্নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন
2023-03-11 18:35:13

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট হিসেবে সি চিনপিংয়ের পুনর্নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন, কারণ তাঁর নেতৃত্বে চীনা জাতি পুনর্জাগরণ অর্জন করবে। দেশটির জাতীয় আইনপ্রণেতা ও রাজনৈতিক উপদেষ্টারা এ কথা বলেছেন।

শুক্রবার চীনের জাতীয় আইনসভার ১৪তম জাতীয় গণ কংগ্রেসের চলমান অধিবেশনে সিকে সর্বসম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

চিয়াংসু প্রদেশের প্রতিনিধি দলের একজন এনপিসি ডেপুটি এবং চিয়াংসু ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি লিউ ছিং বলেন, সি’র নেতৃত্বে, চীনা জাতির পুনরুজ্জীবন সম্পর্কে তারা আরও আত্মবিশ্বাসী।

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিনিধিদলের একজন এনপিসি ডেপুটি খং ফেইফেই বলেছেন যখন চীনা রাষ্ট্রপতির জন্য ভোটের ফলাফল স্ক্রিনে উপস্থিত হয়েছিল, এনপিসি ডেপুটিরা সবাই উঠে দাঁড়িয়েছিল এবং সির পুনর্নির্বাচনের জন্য জোরে করতালিতে দেন।

হাশিম/ঐশী

তথ্য ও ছবি: চায়না ডেইলি।