যুক্তরাষ্ট্রে কর্মচ্যুতির হার ৩.৬ শতাংশ ছাড়িয়েছে
2023-03-11 16:07:02

মার্চ ১১: গতকাল (শুক্রবার) মার্কিন শ্রম মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে কর্মচ্যুতির হার তার আগের মাসের (জানুয়ারি) চেয়ে ০.২ শতাংশ বেড়ে ৩.৫ শতাংশে উন্নীত হয়েছে।

 

এসময় দেশটি কৃষির বাইরে নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে ৩.১১ লাখ, কিন্তু বৃদ্ধির হার জানুয়ারি মাসের চেয়ে অনেক কমেছে। 

 

জানা গেছে, বিনোদন ও হোটেল শিল্পে কর্মসংস্থানের পরিমাণ জানুয়ারি মাসের চেয়ে ১.০৫ লাখ বেড়েছে, যা মহামারির আগের সময়ের চেয়ে ৪.১ লাখ কম। পেশাগত ও বাণিজ্যিক পরিষেবা খাতে কর্মসংস্থানের পরিমাণ ৪৫ হাজার বৃদ্ধি পেয়েছে। পরিবহন ও মজুদ শিল্পে কর্মসংস্থান ২২ হাজার কমেছে।

 

(রুবি/এনাম)