চীনের প্রতি সৌদি, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ
2023-03-11 15:55:15

মার্চ ১১: গত ৬ থেকে ১০ মার্চ বেইজিংয়ে চীন, সৌদি আরব ও ইরানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বৈঠকটি আয়োজন ও সমর্থন করায় সৌদি আরব ও ইরান চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

বৈঠক শেষে গতকাল (শুক্রবার) তিন দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

 

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও ইরানের মধ্যকার সুপ্রতিবেশী সুলভ বন্ধুত্বের উন্নয়ন নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবের জবাবে বেইজিংয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

 

তাতে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উসাইদ বিন মোহাম্মদ আল-আইবান ও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব আলি শামখানি নিজ নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

 

বৈঠক শেষে তিন দেশ ঘোষণা করে যে সৌদি আরব ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, সৌদি ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে। আগামী দু’মাসের মধ্যে তাদের দূতাবাস ও প্রতিনিধিত্বকারী সংস্থা পুনরায় চালু করবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে।

 

আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদার করতে দেশ তিনটি যথাসাধ্য চেষ্টা করতে ইচ্ছুক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। (শিশির/এনাম/রুবি)